স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিশেষ সক্ষম নাবালিকাকে ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণ, ধৃত যুবক

0
138

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ স্কুল থেকে বাড়িতে ফেরার সময় বিশেষ ভাবে সক্ষম এক নাবালিকাকে ঝোঁপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল বাঁকুড়া মহিলা থানার পুলিশ। গত শনিবার ঘটনাটি ঘটে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম অজয় রায়। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল কেশিয়াকোল এলাকার বাসিন্দা শারিরীক ভাবে বিশেষ সক্ষম ওই নাবালিকা ছাত্রী। বাড়িতে ফেরার পথে অজয় রায় তার পথ আটকে জোর করে তাকে রাস্তার ধারে ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে বিষয়টি ওই নাবালিকা তার পরিবারকে জানালে  রবিবার বাঁকুড়া মহিলা থানায় হাজির হয়ে নাবালিকার পরিবার অজয় রায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। এদিকে ঘটনার পরই অভিযুক্ত অজয় গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। পরে বাঁকুড়া মহিলা থানার পুলিশ কেশিয়াকোল এলাকারই একটি গোপন ডেরা থেকে অজয়কে গ্রেফতার করে। আজ তাকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হয়।

LEAVE A REPLY