দুর্গাপুরে মূক বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

0
94

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ এক মূক বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ২১ তারিখ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে কোক-ওভেন থানা এলাকায়। ঘটনার পরের দিন ২২ তারিখ মঙ্গলবার নির্যাতিতা কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রাজকুমার রুইদাসকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেনি পুলিশ। এমনকি নির্যাতিতা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় নি। অভিযোগ স্থানীয় এক বিজেপি কর্মী সালিশি সভা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে নির্যাতিতা কিশোরীর পরিবারকে। ফলে অভিযুক্তকে থানায় আটক করে রেখে দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্যাতিতা কিশোরীর বাড়িতে যান সিপিএম নেতা কর্মীরা। অভিযুক্ত রাজকুমার রুইদাস সহ যে বিজেপি কর্মী সালিশি সভার প্রস্তাব দিয়েছিল তাঁকে গ্রেপ্তারের দাবিতে এদিন বিকেলে কোক-ওভেন থানায় ডেপুটেশন দেয় সিপিএম।

LEAVE A REPLY