নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল কংসাবতী জলাধারের পাড়ে থাকা পরেশনাথ শিব মন্দির লাগোয়া এলাকার একটি গাছ থেকে। আজ সকালে পর্যটক সহ স্থানীয়রা ওই যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রানিবাঁধ থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ওই যুগলের নাম পরিচয় পাওয়া যায়নি। মৃত যুগলের পরিচয় জানার খোঁজ চলছে। গোটা ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি দেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে রানীবাঁধ থানার পুলিশ।