খোট্টাডিহি গ্রামের যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য  

0
134

সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়ালো চাঞ্চল্য। পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি গ্রামের ঘটনা। অবৈধ সম্পর্কের কারণেই আত্মহত্যা বলে অনুমান। শুক্রবার সকালে খোট্টাডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলে উদ্ধার হয় প্রশান্ত রুইদাস (২৭) ও সর্বাণী কোল (২৪) নামে যুগলের মৃতদেহ। খোট্টাডিহি গ্রামেই বাড়ি দু’জনের। এদিন গ্রাম সংলগ্ন জঙ্গলে একই গাছের ডালে একটি ওড়নাতে ফাঁস দেওয়া  ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে। স্থানীয় সূত্রে জানা গেছে,স্বামী মারা যাওয়ার পর সর্বানী কোল নামে ওই যুবতী খোট্টাডিহি গ্রামে বাপের বাড়িতে থাকতো। প্রশান্ত রুইদাস নামে গ্রামের এক বিবাহিত যুবকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের কারণেই দু’জনে আত্মহত্যা করে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক।

LEAVE A REPLY