নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল ১ মহিলার। আহত হয়েছেন আরও ১ মহিলা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার রাজগ্রাম পুয়াবাগান রাস্তায়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে এদিন সকালে একটি বেসরকারী স্কুল বাস বাঁকুড়া থেকে পুয়াবাগানের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে একটি স্কুটি বাইকে দুই মহিলা বাঁকুড়ার দিকে আসছিল। স্কুল বাসটির সাথে ধাক্কা হয় স্কুটির।স্কুটিতে থাকা এক মহিলা মৃত্যু হয়।আহত হয় আরও এক মহিলা। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আহতকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে। পুলিশ সূত্রে খবর দুই মহিলা সম্পর্কে দুই বোন। আজ দুই বোন একটি স্কুটি করে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন চিকিৎসার জন্য। এ ঘটনায় মৃত্যু হয় ছোট বোন স্কুটি চালক অপর্ণা হাঁসদার। জখম হয়েছেন বড় বোন শিপ্রা হাঁসদা। তাদের বাড়ি বাঁকুড়ার ইন্দপুর থানার সরৎপুর গ্রাম। এলাকায় একশ্রেনীর ব্যবসায়ী রাস্তা দখল ইমারতি দব্য রখেছে। যে কারনে ওই রাস্তার একটা অংশ ক্রমশ সংকীর্ন হয়ে পড়েছে। যার জেরে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এই ঘটনা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাস্তা দখল করে রাখার ফল এমনি অভিযোগ পথচারীদের। পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করেছে অন্যদিকে বাইকে থাকা অপর মহিলাকে চিকিতসার জন্য নিয়ে আসা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।