বাঁকুড়ায় ছাই বোঝাই গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

0
34

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফ্লাই অ্যাশ বোঝাই বাল্কার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার সকালে বাঁকুড়া সদর থানার ধলডাঙ্গা মোড়ে। চাকার তলায় চাপা থাকা মৃতদেহ প্রথমে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করা হয়। পরে গাড়ি সরিয়ে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরমুখী একটি বাল্কার গাড়ি ধলডাঙ্গা মোড়ের কাছে ধাক্কা মারে রাস্তা পারাপার করা এক ব্যাক্তিকে। ঘটনা স্থলে পৃষ্ট হয়ে মৃত্যু হয় মাঝবয়সী এক ব্যাক্তির। ঘটনার পরে চাকার তলায় আটকে থাকা মৃতদেহ টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করা হয়। পরে গাড়ি সরিয়ে চাকার তলা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতের নাম পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY