কন্টেনারে ধাক্কা বাইকের,জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত দুই যুবক

0
114

সংবাদদাতা,অন্ডালঃ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন দুই বাইক আরোহী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কাজোড়া মোর সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ অন্ডাল মোড় সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। নিহতদের নাম পুষ্পক কুমার ঝা (৩০) ও অজয় কুমার যাদব (২৮)। আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার সময় রাস্তায় কাজোড়া মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনায় বাইকসহ ছিটকে পড়েন দুই আরোহী। দু’জনেই মারাত্মক জখম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাথা ও মুখে আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। নিহত পুষ্পক কুমার ঝা ডিএসপি ও অজয় কুমার যাদব দুর্গাপুর এনআইটিতে কাজ করতেন বলে জানা গেছে।

LEAVE A REPLY