বেলিয়াতোড়ে বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত দুই

0
120

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত দুই। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সোনামুখীর দিক থেকে একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ বোলেরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি আরো গতি বাড়িয়ে দেয়। এরপর ডাক বাংলো মোড়ের কাছে আচমকাই পথ চলতি স্থানীয় চারজনকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর দুজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত হয়েছেন দয়াময় চক্রবর্তী(৭৫)ও জয়দেব লাই(৫৫),বাড়ি বনগ্রাম, বেলিয়াতোড়।মৃত্যু হয়েছে রামানন্দ চক্রবর্তী(৮৫) বাড়ি ধর্মরাজতলা, বেলিয়াতোড় ও স্বপন মুখার্জি(৫৫)বাড়ি রায় কলোনি, বড়জোড়া। ঘাতক গাড়িটিকে চালক সহ আটক করা হয়েছে।

LEAVE A REPLY