সরকারি অনুষ্ঠান থেকে ফেরার পথে বাঘমুণ্ডিতে গাড়ি উল্টে আহত ১৩ ছৌ শিল্পী

0
220

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ অগাষ্ট: বিশ্ব আদিবাসী দিবসে বাঘমুণ্ডির মাঠা থেকে নাচ প্রদর্শন করে ফেরার সময় গাড়ি উল্টে আহত হলেন ১৩ ছৌ শিল্পী। আজ বিকেলের দিকে ঘটনাটি ঘটে বাঘমুণ্ডি থানার পারট‍্যাঁড় গ্রামের কাছে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে পাল্টি খেয়ে ছৌ শিল্পীদের পিকআপ ভ্যানটি। ঘটনায় আহত ১৩ জন ছৌ শিল্পী আহত হন। তাদের মধ‍্যে এক শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হয়। বাকি ১২ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন‍্য আনা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী। আহতদের অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশাপাশি তাঁদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে, ওই ছৌ দলটি বাঘমুণ্ডির ভূর্সু গ্রামের। মাঠাতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিল ওই দলটি। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই ওই বিপত্তি ঘটে।

LEAVE A REPLY