সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ বাঁকোলা রেলগেট থেকে জোয়ালভাঙ্গা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার ইসিএলের কয়লা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ। নবগ্রাম পঞ্চায়েতের বাঁকোলা রেলগেট থেকে কুমারডিহি হয়ে জোয়ালভাঙ্গা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রায় ঘটে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। সাত কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির উপর দিয়ে অনবরত যাতায়াত করে ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার। ভারি ডাম্পার যাতায়াতের ফলেই রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাছাড়া প্রায় দু’বছর এই রাস্তাটির কোন সংস্কারের কাজও হয়নি। অবহেলার কারণে বর্তমানে রাস্তাটি কার্যতঃ মরণফাঁদ হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। আগেও অনেকবার ইসিএল কর্তৃপক্ষকে এই বিপদজনক রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এর আগে বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।কিন্তু,প্রতিশ্রুতি ছাড়া কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ জোয়াল ভাঙ্গার বাসিন্দা প্রবীর ব্যানার্জি, কুমারডিহির বাসিন্দা সহদেব দাসদের।তাদের অভিযোগ ইসিএল বরাবরই উদাসীন থেকেছে।অবশেষে বাঁকোলা, কুমারডিহি ও জোয়ালভাঙ্গার ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার ফের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সামিল হলেন। কুমারডিহি এবিপির সিএম(প্রজেক্ট) ও কুমারডিহি মোড় সংলগ্ন পার্কের সামনে ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ফলে দীর্ঘক্ষণ ইসিএলের কয়লা পরিবহন বন্ধ থাকে।অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নিলেও অবিলম্বে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা না হলে আবার তারা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।