নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ বাসস্ট্যাণ্ড কাছে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে।বৃহস্পতিবার তারা জলের দাবিতে ব্যানার হাতে নিয়ে কামারপাড়া দেবপুর রোড অবরোধ করেন। ভাতার ব্লকের সাহেবগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবগঞ্জ কাঁটাগড় পাড়ায় প্রায় ৩০ টি পরিবারের বসবাস। বাসিন্দাদের অভিযোগ বছর দু’য়েক আগে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপলাইন সংযোগ হলেও পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পেতেন না তারা।মাসখানেক আগে ক্যানেল দপ্তর ওই পাড়ার প্রবেশের মুখে নতুন ব্রিজ নির্মাণ করার ফলে জলের পাইপলাইনের সংযোগ কেটে দেয়।সমস্যায় পড়েন বাসিন্দারা। তাদের দাবি মাস খানেক ধরে তারা চরম সমস্যায় সম্মুখীন হচ্ছেন।পাড়ার একমাত্র সরকারি নলকূপ সেটিও খারাপ। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে মাঠের সাবমারসিবল থেকে জল বয়ে এনে পানীয়জলের সমস্যা মেটাছেন তারা। ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ খবর পেয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে দশ দিনের মধ্যে সমস্যা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলেন বাসিন্দারা।স্থানীয় সিপিএম নেতা তারাপদ পাল বলেন, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকেই ওই এলাকায় পানীয় জলের সমস্যা। ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ বলেন, ব্রিজ নির্মাণের ফলে পানিয় জলের পাইপ লাইনের সংযোগ কেটে দেওয়া হয়। যার ফলে ওই পাড়ায় জল সমস্যা রয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে দশ দিনের মধ্যে সমস্যা মেটানো হবে।