নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবীতে আজ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। এদিন বাঁকুড়া এক নম্বর ব্লকের দেরুয়া, মজরা, রসুনকুন ও তেঁতুলডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ স্থানীয় দেরুয়া মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই পানীয় জলের প্রবল সমস্যায় ভূগছে বাঁকুড়া এক নম্বর ব্লকের দেরুয়া, মজরা, রসুনকুন, তেঁতুলাডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ। অভিযোগ ওই গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের পাইপ লাইন বসানো হলেও ওই পাইপ লাইন দিয়ে জল আসেনা। এলাকায় একাধিক টিউবওয়েল থাকলেও সেই টিউবওয়েলগুলির জল পানীয় জল হিসাবে ব্যবহারের অযোগ্য। এই পরিস্থিতিতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবীতে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষ। কিন্তু অভিযোগ প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রবল জলসঙ্কটে ভূগছে গ্রামগুলির বাসিন্দারা। অবিলম্বে ওই গ্রামগুলির জল সমস্যা সমাধানের দাবীতে আজ সকালে দেরুয়া মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।