৯ দফা দাবীতে আদিবাসী আন্দোলনের জেরে স্তব্ধ বাঁকুড়ার সড়ক যোগাযোগ

0
76

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ এ রাজ্যে আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে সারা রাজ্যের পাশাপাশি আজ সকাল ৬ টা থেকে শুরু হয়েছে পথ অবরোধ আন্দোলন। বাঁকুড়া জেলার ১৪ টি পয়েন্টে এই অবরোধ আন্দোলন চলছে। এর জেরে যান চলাচল থমকে গেছে ৬০ নম্বর জাতীয় সড়ক,  বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক, বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক,  বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক সহ জেলার অধিকাংশ রাস্তায়। আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বের অভিযোগ  সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা,  বন্ধ হোস্টেলগুলি খোলা, বনভূমির পাট্টা প্রদান সহ মোট ৯ দফা দাবী বারবার জানানো হয়েছে জেলা প্রশাসন, রাজ্য সরকার এমনকি খোদ মুখ্যমন্ত্রীকেও। তারপরেও তাদের দাবীগুলি থেকে গেছে উপেক্ষিত। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে নতুন বছরের শুরুতেই ১২ ঘন্টা এই অবরোধ আন্দোলনের পথে হাঁটতে হয়েছে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রত্যাশা এই আন্দোলনের ফলে দাবীগুলি ফের একবার রাজ্য সরকারের দৃষ্টিতে আসবে এবং দাবী পূরণের ক্ষেত্রে সদর্থক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এরপরও দাবী পূরণে সরকার উদ্যোগী না হলে সেক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে অবরোধকারীরা। এদিকে সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত আদিবাসীদের এই লাগাতার অবরোধের জেরে দিনভর চূড়ান্ত নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। জেলা জুড়ে বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েন। অবরোধকারীরা এম্বুলেন্স,  দমকল,  চিকিৎসা সহ আপৎকালীন পরিসেবার সাথে যুক্ত যানবাহন পারাপার করতে দিলেও সাধারণ যাত্রী নিয়ে যাতায়াতকারী কোনো চারচাকা গাড়িকেই ছাড় দেয়নি। বাইকে যাতায়াতকারীদেরও অবরোধস্থলের বেশ কিছুটা এলাকা হেঁটে পারাপার করতে বাধ্য করা হয়। অবরোধকারী আদিবাসীদের তোলা দাবীগুলিকে সমর্থন জানালেও অধিকাংশ পথচারি বেশ বিপাকে পড়েন। তাঁদের দাবী সরকার এই দাবীগুলি নিয়ে আদিবাসীদের সাথে আলোচনা করে সমাধানসূত্র খুঁজে বের করুক।

LEAVE A REPLY