রূপশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন ৪৭ বছর বয়সী সাঁতুড়ির চাঁদমনির

0
385

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ জুলাই : ৪৭ বছর বয়সে ‘রূপশ্রী প্রকল্পে’ অন্তর্ভুক্তির আবেদন করেছেন পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের গড়শিকা পঞ্চায়েতের খারবেড় গ্রামের মেয়ে চাঁদমনি টুডু । রাজ্য জুড়ে এমন নজিরবিহীন আবেদন আর কখনও দেখা যায়নি । চলতি মাসে ৪৭ বছরের চাঁদমনি টুডু সঙ্গে বাঁকুড়া জেলার দেউলবেড়িয়ার জোড়ভিড়ার বাসিন্দা ৫৮ বছর বয়সী অজিত হাঁসদার বিয়ে হতে চলেছে । যেহেতু রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ১৮ বছরের উর্ধ্বে মেয়েরা প্রথমবার বিয়ের করলে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পাওয়ার যোগ্য। আবেদনের সঙ্গে বিয়ের কার্ড, দুজনের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড ও দুই কপি ছবি জমা দিতে হয় । তাই নিয়ম মেনেই রূপশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্রের সঙ্গে ভোটার পরিচয় পত্র ও আধার কার্ড, ফটো কপি সহ অন্যান্য নথি জমা করে সাঁতুড়ি ব্লকে আবেদন জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY