নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সাগরদিঘির বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়কে উদযাপন করা হল বর্ধমানে। প্রার্থী বায়রণ বিশ্বাসের জয়কে স্বাগত জানিয়ে বর্ধমানে কংগ্রেস কর্মীদের উল্লাস। আবির খেলার পাশাপাশি অধীর চৌধুরীর সমর্থনে শ্লোগান দেওয়া হয়। মিষ্টি বিতরণ করা হয় পথচারীদের মধ্যে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, জেলা যুব সভাপতি গৌরব সমাদ্দার সহ অন্যরা। অভিজিৎ ভট্টাচার্য জানান, এ জয় গণতন্ত্রের জয়। ধর্মনিরপেক্ষতার জয়। এ জয় অধীর চৌধুরীর জয়। মানুষ রায় দিতে পেরেছে তাই এই ফল।