সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ মেঃ সাহেব বাঁধের কচুরিপানা নির্মূল করতে বিশেষজ্ঞ দিয়ে কাজ শুরু করল পুরুলিয়া পুরসভা। শনিবার বিকেলে সাহেব বাঁধের একাংশে এই পরীক্ষামূলক কাজ শুরু হয়। পানা এবং জলের ইকো সিস্টেমের ক্ষতিকারক জীবাণু নাশ করতে একটি তরল কিটনাশক ছড়িয়ে দেওয়া হয় পানায়। ওই তরল ধোঁয়ার আকারে ছড়িয়ে গিয়ে কচুরি পানার বীজ নষ্ট করে বংশ বৃদ্ধি রোধ করবে বলে দাবি বিশেষজ্ঞের। ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই বীজ নষ্ট করবে বলে জোর দাবি তাঁদের। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, কচুরি পানার প্রক্রিয়া বিশেষজ্ঞ এজেন্সির মাধ্যমে তোলার প্রক্রিয়া শুরু হল আজ থেকে। গঠন মূলক ভাবনা নিয়ে এই কাজ হচ্ছে। অতীতে পানা তোলা হলেও এর বীজ থেকে যাওয়ায় ফি বছর ভরে যায় এই জলাশয়। অতীতের সমস্যা দূর করতে এই উদ্যোগ নেওয়া হল।”