নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: বিধানসভা অধিবেশনের আগে বড়সড় আন্দোলনে নামল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মোট ২২ টি গণসংগঠন। আজ দুপুরে বাঁকুড়া শহরের আইলাকুন্দি এলাকায় থাকা জাহের থান থেকে শয়ে শয়ে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ মিছিল করে বাঁকুড়া পুলিশ সুপারের দফতরে যান। সেখানে পুলিশ সুপারের দফতরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান আদিবাসীরা। বিক্ষোভকারী আদিবাসীদের দাবী সাঁওতালরা হিন্দু, মুসলিম বা অন্য কোনো ধর্মের অন্তর্গত নয়। তাঁদের পৃথক একটি ধর্ম রয়েছে। যে ধর্মের নাম সারি ধর্ম। বিক্ষোভকারীদের দাবী এ রাজ্যের সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সারি ধর্মের জন্য পৃথক কোডের অনুমোদন করে কেন্দ্রে পাঠায়নি। সামনেই বিধানসভা অধিবেশন রয়েছে। এই বর্ষাকালিন অধিবেশনে রাজ্য বিধানসভায় সর্বদলীয় ভাবে সারিধরম কোড বিল উত্থাপন ও অনুমোদন করে কেন্দ্রের কাছে পাঠানোর দাবী জানান বিক্ষোভকারীরা। দাবীপূরণ না হলে সেক্ষেত্রে শুধু বাঁকুড়া জেলা নয় সারা রাজ্য অচল করে দেওয়ার হুমকী দেন এদিনের আন্দোলনকারী সাঁওতাল সম্প্রদায়ের ওই ২২ টি গণ সংগঠন।