নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ সোমবার অনুষ্ঠিত হলো উখরা পিজি বালিকা বিদ্যামন্দির বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয় বিদ্যালয়ের মুক্তমঞ্চে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাপুই, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা সহ অন্যরা। অনুষ্ঠানে চলতি শিক্ষা বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের জন্য ১০ জন ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের একজন শিক্ষা কর্মী ও দু’জন প্রাক্তন শিক্ষিকাকে দেওয়া হয় বিদায় সম্বর্ধনা। এদিন বিদ্যালয়ে নতুন তৈরি হওয়া ভোজনালয় কক্ষ ও জল ধরো জল ভরো প্রকল্প দুটির উদ্বোধন করা হয়। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে ভোজনালয় কক্ষটি তৈরি করতে খরচ হয়েছে চার লক্ষ ৯৫ হাজার টাকা। অন্যদিকে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তৈরি করা হয়েছে জল ধরো, জল ভরো প্রকল্পটি। খরচ পড়েছে চার লক্ষ ত্রিশ হাজার টাকা। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শরন সাইগল জানান, কোভিড-এর কারণে গত দু’বছর স্কুলের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ ছিল। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ,গান,আবৃত্তিতে অংশ নিয়েছিল স্কুলের ছাত্রীরা।