নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পড়ুয়ারা ঠিক সময়ে উপস্থিত হলেও স্কুলের গেটে তালা।ক্ষুব্ধ অবিভাবকরা ক্ষোভে ফেটে পড়লেন। বুধবার বর্ধমানের বিজয়রামের শম্ভুচরণ গুহ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুন্তল হক জানান, প্রতিদিনই স্কুলের দু’জন করে শিক্ষিকাকে স্কুল খোলা ও মিডডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকেই তারা নিজেদের দায়িত্ব পালন করেন।কিন্তু শিক্ষিকা রুমা গড়াই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।মঙ্গলবার রুমা গড়াই ও শুভ্রা রানার চাবি নিয়ে যাওয়ার কথা। কিন্তু আজ স্কুলে এসে জানতে পারলাম রুমা গড়াই চাবি নিয়ে যান নি।ফলে স্কুলের গেট খুলতে দেরি হয়।আর শুভ্রা রানা গত দেড় মাস ধরে স্কুলে আসছেন না।এই নিয়ে ডিআই,এসআই সব জায়গাতেই জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা জীবন নেশা খাতুন বলেন,রুমা গড়াই ঠিক মত ক্লাস করেন না।মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন।ওই রকম দিদিমণি আমরা চাই না। স্থানীয় বাসিন্দারা স্কুলে জমায়েত হলে রুমা গড়াই স্কুল থেকে পালিয়ে যান।তিনি বলেন, মারমুখী বাসিন্দাদের ভয়ে আমি পালিয়ে যাই। তবে তিনি ঠিক মতো ক্লাস করেন না স্থানীয়দের এই দাবি মানতে চান নি।তিনি বলেন,ক্লাসে মোবাইল নিয়ে যান না। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,রুমা গড়াই স্কুল দেরিতে এসেও আধ ঘন্টা আগে সই করেন খাতায়।এই নিয়ে স্কুলে অনেকবার অশান্তি হয়েছে।