নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রাথমিক বিভাগের অচলাবস্থা নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একটা বড়ো অংশ। এর জেরে স্কুলে ছুটে আসেন সংসদের সভাপতি,পুর চেয়ারম্যান। সমস্যা সমাধানে কিছু উদ্যোগ এবং ব্যবস্থা নেন তারা। এই স্কুলটি একটি প্রাচীন এবং নামকরা স্কুল। বেশ কিছুদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে সমস্যা চলছিল। গত কয়েকদিনের কার্যত অচলাবস্থার জেরে আজ ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের অভিযোগ একাধিক। তাদের কথায়, স্কুলের পরিচ্ছন্নতা শিকেয় উঠেছে। বাথরুমের দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পরে। স্কুলে ঝাঁট দেওয়া হয় না। রুমের ভিতরে কুকুরের পায়খানা,প্রস্রাব পড়ে থাকে। মিড ডে মিলের খাবার দাবার নিয়েও তাদের বিস্তর অভিযোগ।তারা আরও জানান,ছোটরা কম্পিউটার ব্যবহার করতে পারে না। এসব বলতে গেলে প্রধান শিক্ষক কর্ণপাত করেন না। তারা অবিলম্বে প্রধান শিক্ষককে সরিয়ে দেবার দাবি করেছেন। এছাড়াও অভিভাবকদের বক্তব্য স্কুলে শিশুদের ছেড়ে দেওয়া আর স্কুল শুরু হবার সময়টুকুতে কয়েকজনকে অনুমতি দেওয়া হোক। অন্তত যাদের শিশুরা খুব ছোট। এদিকে গোলমালের জেরে প্রধান শিক্ষক দুমাস ছুটি নিয়েছেন স্কুল থেকে। এদিন স্কুলে আসেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বর্ধমানের পুর প্রধান পরেশ সরকার, এলাকার কাউন্সিলর উমা সাঁই। মধুসূদন ভট্টাচার্য জানান, তারা সব শুনেছেন। এজন্য শিক্ষক এবং অভিভাবকদের দুটি কমিটি তৈরি করে দিয়েছেন তাঁরা। তারাই সব দিক খতিয়ে দেখবেন। সুইপার নেই সেটাও দেখা হবে। আর প্রধান শিক্ষককে সরাবার ক্ষমতা সংসদের নেই। তার অসুস্থতার কাগজপত্র দেখে তারা আলোচনা করে নেবেন। তিনি কথা দেন, সোমবার থেকে পরিস্থিতির কিছু পরিবর্তন হবে।