নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আগামী ২৯ মার্চ ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার শহীদ মিনারে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বহু টালবাহনার পর মিলেছে এই সভার অনুমতি। তারই প্রস্তুতি স্বরূপ আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর এলাকায় মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয় তৃণমূল শ্রমিক সংগঠন। এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে দুর্লভপুর মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল গোটা দুর্লভপুর এলাকা প্রদক্ষিণ করে আবার দুর্লভপুর মোড়ে এসে শেষ হয়। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভায় অংশ নেয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব।