সংবাদদাতা,অন্ডালঃ আগামী ২৯ মার্চ কলকাতার শহীদ মিনারে যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ডাকা কর্মসূচির সমর্থনে সোমবার খান্দরা কলেজ ক্যাম্পাসে মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে শেখ সরতাজ আলী, তন্ময় দাস, রাজা বাউরী, শুভম রজক-রা ছাড়াও সমর্থকেরা। ছাত্রনেতা সরতাজ আলী জানান, কেন্দ্রের জনবিরোধী নীতি, পশ্চিম বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির অপব্যবহার ও পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৯ মার্চ কলকাতার শহীদ মিনার ময়দানে প্রতিবাদ সভার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির সমর্থনেই এই মিছিল।