সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ বাংলা আজ যা ভাবে-দেশ তা ভাবে পরে, দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার পাণ্ডবেশ্বরে “দিদির সুরক্ষা কবজ”-কর্মসূচিতে ‘দূত’ হিসেবে এসে মমতার প্রশংসা এভাবেই করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা।শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে “দিদির সুরক্ষা কবজ” নামে নতুন একটি কর্মসূচি। গোটা রাজ্যের মতো শুক্রবার সেই কর্মসূচির সূচনা হলো পাণ্ডবেশ্বর ব্লকেও। এদিন কর্মসূচির সূচনা হয় পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা পঞ্চায়েত এলাকায়। দূত হিসাবে উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। এদিন বেলা তিনটে নাগাদ বহুলা পঞ্চায়েতের জামবাদ বেনেডি দুর্গা মন্দির এলাকায় উপস্থিত হন শত্রুঘ্ন সিনহা, নরেন চক্রবর্তীসহ নির্বাচিত দূতেরা। দশরথ নামে এক বাসিন্দার বাড়ি যান তারা। তক্তায় বসে কথা বলেন বাড়ির সদস্যদের সাথে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তারও খোঁজ নেন সাংসদ ও বিধায়ক। তারা চলে যাওয়ার পর দশরথ সংবাদ মাধ্যমের একাংশকে জানান সাংসদ বিধায়ক তাদের বাড়ি এসেছিলেন। বিভিন্ন বিষয়ে তারা খোঁজ খবর নেন। কোন অসুবিধা থাকলে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শও দেন। জনসংযোগ কর্মসূচির আগে স্থানীয় দুর্গা মন্দির এলাকায় জনসভায় অংশ নেন সাংসদ, বিধায়কেরা। বক্তৃতায় মমতা ব্যানার্জির প্রশংসায় মুখরিত হন সাংসদ শত্রুঘ্ন সিনহা।বলেন, মমতায় এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তার মস্তিষ্কপ্রসূত একাধিক প্রকল্প সেরার সম্মান পেয়েছে। রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে কোন না কোন প্রকল্পের সুবিধা।এরপরই শত্রুঘ্নবাবু বলেন, মমতা ব্যানার্জি হচ্ছে প্রকৃতই রয়েল বেঙ্গল টাইগার।
Home পশ্চিম বর্দ্ধমান দেশের সেরা মুখ্যমন্ত্রী,প্রকৃত রয়েল বেঙ্গল টাইগার মমতা দিদি,বললেন ‘দূত’ শত্রুঘ্ন সিনহা