নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শতাধিক ভেড়ার অস্বাভাবিক মৃত্যু। গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়েই রয়েছে মৃত ভেড়া। শুক্রবার সকাল থেকে গ্রামের মানুষ মাঠে ভিড় করেন ঘটনা দেখতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েয়ে পূর্ব বর্ধমানের গলসিতে। সপ্তাহ খানেক ধরে গলসির সাকো মিদ্যাপাড়া এলাকায় রানীগঞ্জ থেকে আসা চারটি ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছিল। শুক্রবার ভোরবেলা যখন মেষপালকরা মাঠে যান তারপর তারা দেখতে পান মাঠের বিভিন্ন জায়গায় ভেড়া মরে পড়ে আছে। এবং অনেকগুলো ভেড়া অসুস্থ অবস্থায় মাঠে পড়ে আছে।তাদের দাবি মাঝে মধ্যেই ভেড়াকে ওষুধ খাওয়াতে হয়। সেরকমই বিহার থেকে আনা ওষুধ চারটি ভেড়ার পালের মধ্যে দু’টি ভেড়ার পালকে সেই ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর সন্ধ্যা থেকেই ভেড়াগুলো ছোটাছুটি শুরু করে। আজ ভোর বেলায় ১৫০ থেকে ২০০ ভেড়ার মৃত্যু হয়। তাদের দাবি সেই ওষুধ খাওয়ানোর পরেই এই ভেড়া গুলির মৃত্যু হয়েছে।এই ঘটনায় আর্থিকভাবে সমস্যায় পড়েছেন মেষপালকরা। একেকটা ভেড়া ৪ থেকে ৫ হাজার টাকা করে দাম। তার ফলে ১৫০ থেকে ২০০ ভেড়া মারা যাওয়াতে তাদের আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়তে হবে।