নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আজ মহা শিবরাত্রী। সকাল থেকেই বাঁকুড়ার সুপ্রাচীন এক্তেশ্বর মন্দিরে উপচে পড়ল পূণ্যার্থীরদের ভিড়। এমনিতেই সারা বছর বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বর মন্দিরে ভক্ত ও পূন্যার্থীদের ভিড় লেগেই থাকে। তবে শিবরাত্রীর জন্য এদিন মন্দিরে ভিড় ছিল লাগামছাড়া। শুধুমাত্র বাঁকুড়া শহর নয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূন্যার্থী ও ভক্ত ভিড় জমিয়েছিলেন এদিন মন্দির চত্বরে। গর্ভগৃহে মহাশিবরাত্রীতে শিবলিঙ্গের মাথায় জল ঢালা ও পুজো দিতে সকাল থেকেই মন্দিরের সামনে লম্বা লাইন চোখে পড়ে। শিবের মাথায় জল ঢেলে পরিবারের মঙ্গল কামনা করেন আপামর ভক্তকূল। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন শিবরাত্রি উপলক্ষে দিন ভর মন্দিরে পুজো আর্চনা চলবে।