বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার অঞ্চলের অভিজাত বসতি এলাকা অম্বুজানগরীতে শ্যূট আউটের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার রাত প্রায় ন’টা নাগাদ অম্বুজানগরীতে জোড়া হাত এলাকায় একটি বেসরকারী পরিবহন সংস্থার অফিসে এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। তবে গুলিতে কেউ হতাহত হয় নি। লক্ষভ্রষ্ট হয়ে গুলি লেগেছে ওই অফিসের সামনে একটি কংক্রিটের পিলারে। খবর পেয়ে রাতেই অম্বুজানগরী সহ সিটি সেন্টার অঞ্চলে একাধিক জায়গায় নাকা চেকিং শুরু করে পুলিশ। দুর্গাপুর থানার এক আধিকারিক বলেন, “গুলি চলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কেউ আহত হয় নি।” জোড়া হাত সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে তল্লাশি করে দেখছে পুলিশ। এরকম একটি শান্ত এলাকায় এইভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।