শুশুনিয়ায় পর্বত আরোহণের প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা

0
94

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পর্বত আরোহণের উপর প্রতিযোগিতা আর সেটাও দেশের মধ্যে প্রথমবার।তিন দিনব্যাপী এমনই এক প্রতিযোগিতা হয়ে গেল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং এন্ড এডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন এর উদ্যোগে পার্টনারশিপ মাল্টি স্পিচ ক্লাইম্বিং কম্পিটিশন নামে এই প্রতিযোগিতা  অংশ নিয়েছিলেন দেশ বিদেশের ৩০ জন প্রতিযোগী। উদ্যোক্তা বিচারক সহ মোট ১০০ জন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পদতলে শুধুমাত্র রক ক্লাইন্ডিং প্রতিযোগিতায় অংশ নিলেন এমনটা নয়, প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলেন। প্রাক্তণ এভারেস্ট পর্বতারোহী বসন্ত সিংহ রায় দেবাশীষ বিশ্বাস মলয় মুখার্জি দেবদাস দত্ত ও দেবদাস নন্দী বিচারকের আসন অনংকৃত করলেন এই প্রতিযোগীতার। এই প্রতিযোগিতায় মোট ১২টি কম্বাইন্ড বিভাগে এবং মহিলা প্রতিযোগী তিনটি দল অংশগ্রহণ করেছিল। সেখানে ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খন্ড বিহার উড়িষ্যার প্রতিযোগিতাও যেমন অংশগ্রহণ করেছিলেন তেমনি ছিলেন বাংলাদেশের পর্বত আরোহীরাও। প্রতিযোগিতা শেষ কম্বাইন্ড ও মহিলা গ্রুপের প্রথম তিন স্থানাধিকারীদের হাতে যথাক্রমে দশ হাজার,সাত হাজার এবং পাঁচ হাজার টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়।শুশুনিয়া দিয়ে শুরু হলেও আগামী দিনে এই প্রতিযোগিতা আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে উদ্যোক্তাদের। সেক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগামী দিনেও বিদেশে বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলেই আশাবাদী উদ্যোক্তা থেকে প্রাক্তন পর্বতারোহী সকলেই।

LEAVE A REPLY