প্রয়াত লোকশিল্পী সুভাষ চক্রবর্তীর স্মরণসভা

0
24

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বিশিষ্ট ঝুমরিয়া লোক শিল্পী বাঁকুড়ার ভূমিপুত্র সুভাষ চক্রবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। আজ বাঁকুড়ার মাচানতলায় বিদ্যাভবন এই বিশিষ্ট শিল্পীকে সম্মান জানায় বাঁকুড়ার শিল্পী মহল। মূলত বাঁকুড়া চতুরঙ্গের ব্যবস্থাপনায় এদিন কবিতা আবৃতি পাঠ ও শিল্পীর গাওয়া গানের মাধ্যমেই স্মরণ করা হয় বিশিষ্ট শিল্পীকে। বাঁকুড়ার বেলিয়াতোড় এর বাড়ি হলেও গত ২৫শে ফেব্রুয়ারি ৭১ বছর বয়সে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ভাদুর টুসু ঝুমুরিয়ার গানের বিশিষ্ট শিল্পী সুভাষ চক্রবর্তী। রেখে গিয়েছেন তার গাওয়া সুর দেওয়া অগণিত গান ও শিষ্যকে।

LEAVE A REPLY