পুরুলিয়ায় সোনার হার ছিনতাইকারি গ্রেফতার

0
35

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মার্চ: ভর দুপুরে মহিলার গলার হার ছিনতাই করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতদের নাম শেখ সুলেমান ও শেখ নিজাম। তাদের বাড়ি ঝালদা থানার কাটাডি গ্রামে। ধৃতদের কাছ থেকে একটি বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । আজ শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের টি আই প্যারেড করা হবে বলে জানা গিয়েছে। গত বুধবার পুরুলিয়ার দুলমির মাহাতো পাড়ায় এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মোটসাইকেলে দুজন ব্যক্তি এসে গলা থেকে ২টি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটানায় লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ । ঘটনায় এলাকার সিসি ক্যামেরার সূত্র ধরে দুই দুষ্কৃতিকে চিহ্নিত করে পুলিশ। গতকাল রাত্রে পুরুলিয়া – রাঁচি রাজ্যে সড়কে নাকা তল্লাশি চালানোর সময় তাদের গ্রেফতার করে।

LEAVE A REPLY