দুর্গাপুরে সফটওয়ার সংস্থায় হানা দিল সিআইডি

0
57

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সফটওয়ার ডেভলপমেন্ট, নতুন সফটওয়ার তৈরি করা, ডিজিটাল প্লাটফর্মে বিজ্ঞাপনের ব্যবস্থা করে দেওয়া এসবের আড়ালে দুর্গাপুরে বসে আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতরণা চক্র চালাচ্ছে কিছু সংস্থা। এমনই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজানগরীতে দুটি সফটওয়ার সংস্থায় হানা দিল সিআইডি। প্রায় দশজনের একটি সিআইডির প্রতিনিধি দল দুটি ভাগে বিভক্ত হয়ে অভিযান চালায়। তদন্তের স্বার্থে দুটি অফিস থেকে প্রয়োজনীয় কিছু নথি সংগ্রহ করে নিয়ে যান সিআইডি আধিকারিকরা। প্রতিনিধি দলের এক সদস্য বলেন ‘দুটি দপ্তর থেকে সংগ্রহ করা নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

LEAVE A REPLY