নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সাগরদিঘি দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই। তৃণমূল সমাজের ও শিক্ষিত যুব সমাজের শত্রু। তাই বুথে বুথে বলব তৃণমূলকে হারাতে পারলে সকলে একজোট হয়ে একটা জায়গায় ভোট দিন। তিন রাজ্যে বিজেপির ভালো ফলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিজয় মিছিল করতে গিয়ে একথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা নিয়ে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলের যারা দ্বিতীয় পদাধিকারী হন তাঁরা সকলেই জেল খাটেন। কারন মমতা বন্দ্যোপাধ্যায় দূর্নীতি পছন্দ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও অনুব্রত মন্ডলের মতো হবে। অনুব্রত মন্ডলের আজ যে হাল হছে তা তাঁর কৃতকর্মের ফল। রাজ্যে অ্যডিনোতে শিশু মৃত্যু নিয়ে সৌমিত্র খাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী শিশু মৃত্যু বা আলু চাষীদের লোকসান নিয়ে বিশেষ চিন্তিত নন। তিনি ত্রিপুরা মেঘালয় নিয়ে বেশি চিন্তিত। সম্প্রতি শিক্ষা দফতরের প্রকাশিত তালিকায় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির ক্রমহ্রাসমান পড়ুয়ার সংখ্যা নিয়েও এদিন জেলা জুড়ে আন্দোলন তীব্রতর করার ডাক দিয়েছেন সৌমিত্র খাঁ। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে অভিভাবকদের কোমর বেঁধে রাস্তায় নেমে অবরোধ আন্দোলনে নামার ডাক দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।