ডেঙ্গুর বাড় বাড়ন্ত অব্যাহত বাঁকুড়া জেলায়,সংকটজনক অবস্থায় ভর্তি আট

0
126

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাঁকুড়ার পৌরসভা এলাকায় গত কয়েকদিন ধরেই ডেঙ্গুর বাড়াবাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭৫ জন, যার মধ্যে শুধুমাত্র ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকাতেই আক্রান্তের সংখ্যা ৬৪।একটি ওয়ার্ডের এই সংক্রমণই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ সহ পৌরসভা কর্তৃপক্ষের। গত কয়েকদিন ধরেই পৌরসভার পক্ষ থেকে লাগাতার বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কর্মী, পৌর কর্তৃপক্ষ প্রশাসন এলাকায় বারে বারে নজরদারি চালাচ্ছেন। কিন্তু তারপরও কোনভাবেই রক্ষা করা যাচ্ছে না ডেঙ্গুর সংক্রমণ। সংক্রমণ থেকে বাঁচতে এলাকা বাসীকে সচেতনতার পাঠ দিচ্ছেন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পৌর ও প্রশাসনিক আধিকারিকরা। সামান্যতম সংক্রমণ চোখে পড়লেই করা হচ্ছে রক্ত পরীক্ষা। আজ স্থানীয় কেঠারডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে রক্তের পরীক্ষা নমুনা পরীক্ষা করার পর মোট আট জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যার মধ্যে দুজনের অবস্থা এখন স্থিতিশীল থাকলেও ছয়জনের শরীরের জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বলেই পৌরসভা সূত্রে খবর। পৌর কর্তৃপক্ষের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে স্বীকার করে দাবি, এলাকায় বারে বারে নজরদারি চালানো হচ্ছে। সচেতন করা হচ্ছে মানুষজনকে, কোনোভাবেই জল জমতে দেবেন না, এ ব্যাপারে সাবধান করা হয়েছে।

LEAVE A REPLY