মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল পেন দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ

0
71

সংবাদদাতা,অন্ডালঃ বৃহস্পতিবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এদিন সকালে স্কুল গেটে ফুল পেন উপহার দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো পুলিশ। নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই এদিন বাংলা পরীক্ষা দিতে স্কুল গেটে হাজির হয় পরীক্ষার্থীরা। খনি অঞ্চলের অন্ডাল,পাণ্ডবেশ্বর,দুর্গাপুর-ফরিদপুর ব্লকে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একাধিক ব্যবস্থা। আসা-যাওয়ার পথে পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়েন ছিল ট্রাফিক পুলিশ। এদিন বিভিন্ন জায়গায় স্কুল গেটে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অন্ডাল ব্লকের অন্ডাল, কাজোরা, উখরা সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অন্ডাল থানা, উখড়া পুলিশ আউটপোস্ট ও অন্ডাল ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জলের বোতল, পেন ও ফুল উপহার দেওয়া হয় পরীক্ষার্থীদের। হাজির ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা, অন্ডাল ট্রাফিক গার্ড ওসি এম ডি আলী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পাণ্ডবেশ্বর,দুর্গাপুর ফরিদপুর ব্লকেও পুলিশ আধিকারিকরা শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের।

LEAVE A REPLY