রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প  নিয়ে কর্মশালা পুরুলিয়ায়

0
122

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ নভেম্বর: বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিষয়ের উপর এবং লোকশিল্পের মান উন্নয়নের লক্ষ্যে এক দিনের কর্মশালা হয়ে গেল পুরুলিয়ায়। আজ রবীন্দ্রভবনে ৫০০ নথিভুক্ত শিল্পী ও প্রশিক্ষকদের নিয়ে এই কর্মশালা হল। লোক সংস্কৃতিতে অপসংস্কৃতি ঠেকানো, সরকারি প্রকল্প ও জন সচেতনতামূলক বার্তার প্রচার ঠিক মতো করতে শিল্পীদের সজাগ করা হয়।  উল্লেখ্য, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি লোক শিল্পী সরকারি নথিভুক্ত হয়ে ভাতা পাচ্ছেন। ২১৬৫৯ জন ইতিমধ্যে লোক প্রসার প্রকল্পের আওতায় রয়েছেন। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজক লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। প্রদীপ জ্বালিয়ে কর্মশালার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ বিশিষ্ট অতিথি ও প্রশাসনিক আধিকারিকরা। জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, “কর্মশালায় দ্বিতীয় পর্যায়ে গীতিকার, সুরকারদের বিশেষ প্রশিক্ষণ পর্ব হয়।”

LEAVE A REPLY