নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আবার ট্রেন বিপত্তি। এবার থমকে গেল ১২০৪১ আপ হাওড়া নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। ঘন্টা খানেক ধরে বর্ধমান রামপুরহাট লুপলাইনের ঝাপটের ঢাল ও বনপাস স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকতে হয় আপ শতাব্দী এক্সপ্রেসকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,প্যান্টগ্রাফ ভেঙে গেছে। বিকেল ৪-৩০ মিনিট থেকে আপ শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। মেরামতের কাজ চলছে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল শুরু হবে। বনপাস স্টেশনের স্টেশন মাষ্টার দেবাঞ্জন চক্রবর্তী জানান, প্রচণ্ড ঝড়ের জন্য ৩টে ৫০ নাগাদ আপ লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে ডাউন লাইনে পড়ে যায়।ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫ টা ২৫ মিনিট নাগাদ আপ শতাব্দী এক্সপ্রেস ছেড়ে গন্তব্যে রওনা দেয়। ডাউন রামপুরহাট লোকাল আটকে পড়ে বনপাস স্টেশনে।