অন্ধকার ঘুঁচল,অবশেষে লাগানো হল পথবাতি

0
80

সংবাদদাতা,লাউদোহাঃ  দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকায় রাস্তার পাশে লাগানো হয়েছে একাধিক পথ বাতি। খনি সংস্থা ইসিএলের সামাজিক সুরক্ষা প্রকল্পে এই বাতিগুলি লাগানো হয়। গৌরবাজার-পাণ্ডবেশ্বর রাস্তার মাধাইপুর রেলগেট থেকে পানসিউলি হাইস্কুল পর্যন্ত দু-কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হয়েছে ৩৫টি স্ট্রিট লাইট। এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি ( গোগলা ) গৌতম ঘোষ জানান, আগে এই রাস্তায় পথ বাতি না থাকার কারণে সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে থাকতো। স্থানীয় মানুষরা রাস্তায় যাতায়াত করতে সমস্।আয় পড়তেন। স্ট্রিট লাইট লাগানোয় সেই সমস্যার সমাধান হলো। যেসব এলাকায় এখনো পথবাতি নেই খুব শীঘ্রই সেই সকল এলাকাতেও লাইট লাগানো হবে বলে জানান গৌতমবাবু।

LEAVE A REPLY