বাঁকুড়ায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0
133

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাঁকুড়া শহরের ১৩ নং ওয়ার্ডের লোকপুর ভকতপাড়ার ঘটনা। গলায় দড়ি দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার থবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম শিবনাথ ভকত, বয়স কুড়ি বছর। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র। বাড়িতে থাকতো মা ও বোনের সাথে। গতকাল তারা বাড়িতে ছিলেন না। বাবা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী। এখন দুর্গাপুরে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষির কাজ করেন। ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যুর কি কারন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাঁকুড়া থানার পুলিশ।

LEAVE A REPLY