সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ অগাষ্ট: জয়পুরের রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। হোস্টেলের নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহটি বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। কলেজ সূত্রে জানা গিয়েছে ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রের নাম সাগর সাহু(২১)। তাঁর বাড়ি ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার খামার গ্রামে। এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। রাত্রি এগারটার পর ওই ছাত্রের বাড়িতে খবর দেওয়া হয়। আজ সকালে মৃতের দাদা সুরজিৎ সাহু সহ পরিবার ও গ্রামের লোকজন পুরুলিয়ায় আসেন। ওই কলেজের হোস্টেলে যান তাঁরা। ওই ছাত্রের দাদা তাঁর ভাইয়ের মৃত্যুকে পরিকল্পিত ভাবে খুন বলে অভিযোগ করেন। তিনি জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি জানান, ভাইয়ের মৃত্যু পরিকল্পিত খুন। ভাইয়ের সহপাঠী বন্ধুদের কথাও অসংলগ্ন। তা ছাড়া যে বন্ধ রুমের দরজা ভেঙে দেহটি উদ্ধার হয়েছে তার কোনও চিহ্ন দেখা যায় নি। এর সঠিক তদন্তের দাবি জানান অভিযোগকারি।