বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুর ব্যারাজে দামোদর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র। আফজল খান নামে ওই ছাত্রের বাড়ি দুর্গাপুরের মুচিপাড়া এলাকার শিবাজি পার্কে। শনিবার দুপুরে আফজল সহ চার ছাত্র দামোদর নদে স্নান করতে গিয়েছিল। তলিয়ে যাওয়ার খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় জেলেদের নিয়ে দামোদর নদে তল্লাশি শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত আফজলের কোনও হদিশ পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে জানা গেছে শিবাজী পার্কের বাসিন্দা আফজল খান, ছোটু শেখ, বিক্রম কুমার ও বিজয় সাউ এই চারজন মিলে এদিন দুপুরে ব্যারাজে যায়। চারজন মিলে দামোদর নদে স্নান করতে নামে। ওই সময় ব্যারাজের একটি লকগেট খোলা থাকায় নদে জলের স্রোত ছিল। তা সত্ত্বেও চার ছাত্র জলে নামে। জলে নামার পরে বিজয় সাউ ডুবে যাচ্ছিল। কোনওরকমে তাঁকে জল থেকে ওপরে তোলে আফজল। কিন্তু সে নিজে উঠে আসতে পারে নি। মুহুর্তের মধ্যে জলে তলিয়ে যায় আফজল। স্থানীয় জেলারা জানান বারে বারে নিষেধ করা হয়। তা সত্ত্বেও ছেলারা স্নান করতে নদে নেমে গিয়ে বিপদ ঘটায়। রবিবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পীডবোট নিয়ে তল্লাশি শুরু করেছেন। কিন্ত এখনও পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায় নি। বড়জোড়া থানার আধিকারিক অনর্ব গুহ বলেন ‘নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায় নি।’