দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন বর্হিবিভাগের শিলান্যাস

0
106

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রোগীদের সুবিধার্থে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মূল ভবন থেকে প্রশাসনিক দপ্তর অনেকদিন আগেই পৃথক করা হয়েছে। এবার মূল ভবন থেকে বর্হিবিভাগটিও আলাদা করে দেওয়া হচ্ছে। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নতুন একটি বর্হিবিভাগ তৈরি করা হচ্ছে। শনিবার বিকেলে বর্হিবিভাগ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্হিবিভাগটি নির্মাণের জন্য সরকারি কোষাগার থেকে কোনও অর্থ ব্যায় হচ্ছে না। উখড়ার বাসিন্দা প্রয়াত বলরাম দের স্মৃতিতে তাঁর পরিবার সম্পূর্ন খরচ বহন করছেন। মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,পশ্চিম বর্ধমান জেলায় সরকারি হাসপাতালে এত বড় অঙ্কের দানে কোনও ভবন নির্মাণ এই প্রথম। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,হাসপাতালের সুপার ধীমান মন্ডল, এডিডিএর ভাইস চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, প্রয়াত বলরাম দের পুত্র সন্দীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY