কাঁকসার কৃষকদের উৎপাদিত সব্জি এবার সরাসরি পৌঁছে যাবে সাধারণ মানুষের দুয়ারে

0
134

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ কাঁকসা ব্লকে কৃষকদের উৎপাদিত সব্জি এবার সরাসরি পৌঁছে যাবে সাধারণ মানুষের দুয়ারে। সোমবার কলকাতা থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের অধীনে কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েতের বৃন্দাবনপুরে কৃষক মান্ডিতে একটি স্থায়ী সব্জি বিক্রয় কেন্দ্র সহ সব্জি বিক্রীর জন্য ৮ টি ভ্রাম্যমান গাড়ি থাকবে। প্রতিদিন সকালে কৃষকদের কাছ থেকে সব্জি বোঝাই করে গাড়িগুলি ২৫ টি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে সাধারণ মানুষ গাড়ি থেকে বাজারের থেকে কম দামে টাটকা সব্জি কিনতে পারবেন। এর ফলে কৃষকরাও উপকৃত হবেন। তাঁরা ফসলের নায্য দাম পাবেন। এদিন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বৃন্দাবনপুর কৃষকমান্ডিতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ ব্লকের বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ‘আমাদের রাজ্য আড়াই কোটি টনের কম ধান উৎপাদ করে না। কিন্তু কেন্দ্রীয় সরকার এক কেজি ধান কেনে না। কৃষকদের কথা চিন্তা করে আমাদের মুখ্যমন্ত্রী কৃষকদের কাছ থেকে ৫৫ লক্ষ টন ধান কেনার ব্যবস্থা করেছেন। একই ভাবে বিভিন্ন ধরনের সব্জি উৎপাদনেও সাফল্য এসেছে। কৃষকরা যাতে তাদের ফসল নায্য দামে বিক্রী করতে পারে তার জন্য সুফল বাংলা স্টল করা হয়েছে। রাজ্যে মোট ৩৬০ টি সুফল বাংলা স্টল আছে। কলকাতার বাইরে তা সম্প্রসারিত হয়েছে। এবার কাঁকসা ব্লকের জন্য সুফল বাংলা গাড়ির ব্যবস্থা করা হয়েছে।’

LEAVE A REPLY