নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সুজাতা মন্ডল কী নতুন সম্পর্কে জড়াচ্ছেন? সৌমিত্র খাঁর সাথে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই জল্পনাটা উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। জল্পনা নস্যাৎ না করে উল্টে সেই জল্পনাকেই কার্যত উসকে দিলেন সুজাতা মন্ডল। সুজাতা নিজেই বললেন নতুন সম্পর্কে তিনি জড়াচ্ছেন কিনা তা ক্রমশ প্রকাশ্য। ২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৎকালীন তৃনমূল সাংসদ সৌমিত্র খাঁ কে বিয়ে করেন বড়জোড়ার বাসিন্দা সুজাতা মন্ডল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। বিজেপি তাঁকে ওই লোকসভা কেন্দ্রেই প্রার্থী করে । কিন্তু আদালতের নির্দেশে সেবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে প্রবেশ করতে পারেননি সৌমিত্র খাঁ। তাঁর হয়ে এলাকায় প্রচার চালান স্ত্রী সুজাতা। কার্যত তাঁর কাঁধেই ভর করে ২০১৯ সালে ভোট বৈতরনী পের হন সুজাতা। কিন্তু দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই দুজনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ২০২০ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দুজনে। দুজনের সম্পর্ক ছেদের আবেদন গড়ায় আদালতে। তারপর দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি আদালত দুজনের বিবাহ বিচ্ছেদে সায় দেয়। এরপর থেকেই সুজাতাকে নিয়ে নতুন জল্পনা তৈরী হতে শুরু করে। সৌমিত্র খাঁ র সাথে সম্পর্ক ছেদের পর কী নতুন করে কোনো সম্পর্কে জড়াচ্ছেন সুজাতা? জল্পনায় জল না ঢেলে এতদিন সুজাতা কার্যত জিইয়ে রেখেছিলেন জল্পনাকে। আজ বাঁকুড়া জেলা আদালত চত্বরে এসে সেই জল্পনাকেই ফের উসকে দিলেন সুজাতা মন্ডল। সুজাতার দাবী একটা বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখন অনেকটাই স্বস্তিতে তিনি। নতুন কোনো সম্পর্কে জড়াচ্ছেন কী সুজাতা? সুজাতার দাবী তা ক্রমশ প্রকাশ্য। সুজাতা নিজেই জানিয়েছেন অনেক প্রস্তাব আছে তবে এবার আর কোনো ভূল নয়, তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়াও নয়, ভেবেচিন্তে পদক্ষেপ করবেন তিনি। জল্পনাকে উসকে তাঁর দাবী খুব শিঘ্রই কিছু একটা হবে।