বিজেপিকে রাজ্যে এনে আর টাটাদের রাজ্য ছাড়া করে বড় অপরাধ করেছে তৃণমূলঃ সূর্যকান্ত মিশ্র

0
184

সংবাদদাতা,অন্ডালঃ শুক্রবার অন্ডালের খান্দরা প্রাইমারী ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হলো সিপিএম দলের কর্মীসভা। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এদিনের কর্মীসভাটি হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়,পার্থ মুখার্জী সহ অন্যরা। সভাতে উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার বাম কর্মী। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, রাজ্যে তৃণমূলের অপশাসন চলছে। এটা দুর্নীতি আর লুটপাটের সরকার। রাজ্যে নতুন কোন কল কারখানা নেই, বছর বছর ভোট শুধু উৎসব আর মেলা চলছে। কর্মসংস্থান না থাকায় রাজ্যের মানুষ পাড়ি দিচ্ছে অন্য রাজ্যে। সূর্যকান্তবাবু বলেন, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনও রাজ্যের মানুষ ভিন রাজ্যে যেত কাজ খুঁজতে,কিন্তু যত সংখ্যক মানুষ অন্য রাজ্যে যেত তার চেয়ে অন্য রাজ্যের বেশি সংখ্যক মানুষ কাজের খোঁজে পশ্চিমবাংলায় আসতেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে শিক্ষিত বেকারদের চাকরি হচ্ছে না। অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন। আর কর্মসংস্থান হচ্ছে গুন্ডা বদমাশদের। এরাই তৃণমূলের আসল সম্পদ। অন্য একটি প্রসঙ্গে সূর্যকান্ত বাবু বলেন, এই রাজ্য বিজেপিকে ডেকে এনে আর টাটাদের রাজ্য ছাড়া করে চরম অপরাধ করেছে তৃণমূল। সিঙ্গুরে টাটাদের কারখানা হলে রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হতো। কর্মসংস্থান হত বেকারদের। তিনি অভিযোগ করেন এই রাজ্যে বিজেপির বাড় বাড়ন্তের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাত ধরে এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছেন। আসন্ন পঞ্চায়েত ভোট প্রসঙ্গে সূর্যকান্ত বাবু বলেন, ২০১৮ সালে ভোট করতে দেয়নি তৃণমূলের গুন্ডারা। এবার মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে সংগঠিত হচ্ছে। তৃণমূল গুন্ডারা বাধার সৃষ্টি করলে এবার মানুষই প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান সূর্যকান্তবাবু।

LEAVE A REPLY