দিল্লিতে ধাপ্পাবাজ আর রাজ্যে ঠকবাজের সরকার চলছে,বর্ধমানে বললেন সুশান্ত ঘোষ  

0
175

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ দিল্লিতে ধাপ্পাবাজ আর রাজ্যে ঠকবাজের সরকার চলছে। এভাবেই প্রকাশ্য সমাবেশ থেকে দুই সরকাররের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুশান্ত ঘোষ। সিটুর পূর্ব বর্ধমান জেলা ১১তম সন্মেলন উপলক্ষে মেমারী বাসস্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের এই প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন,  যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের প্রত্যেকের চাকরি যাবে। সম্পূর্ণ তালিকা প্রকাশ হওয়া এখন সময়ের অপেক্ষা। তালিকা প্রকাশ হলে নেতারা মানুষের তাড়া খাবেন। সুশান্তবাবু বলেন,  ওনাকে দিদি বলতে গেলে আমার দিদিকে অপমানিত বোধ হয়। তৃণমূলের পঞ্চায়েত, পৌরসভা এম এল এ, এম পির টিকিট নিতে গেলে টাকা দিতে হয়। এমনকি তৃণমূলের দলীয় পদ নিতে গেলেও টাকা দিয়ে নিতে হয়। আর নেতারা পদ পাওয়ার পর দশগুণ টাকা তোলার জন্য ব্যস্ত থাকে। তৃণমূলের সব নেতারা চোর। না না করে এই মঞ্চ থেকে অনুব্রত মন্ডলকেও একহাত নেন সুশান্ত বাবু। তিনি বলেন, বীরভূমের ঐ নেতার পাথর, গরু, কয়লা থেকে মাসে ৪০-৪৫ কোটি টাকা আয়। যার একটা ভাগ উপর তলার নেতাদের কাছে যেত। তার বক্তব্যে এদিন কৃষকদের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, এরাজ্যে কৃষকদের অবস্থা শোচনীয়। কৃষক আত্মহত্যা নিয়ে সরকার মিথ্যে কথা বলে। কিন্তু আরটিআই করলে অন্য তথ্য উঠে আসে। নাবার্ডের তথ্য অনুযায়ী এরাজ্যের কৃষকদের আয় ২২ নম্বরে।

LEAVE A REPLY