জন্মদিনে বিবেকানন্দের মূর্তি উন্মোচন খান্দরায়  

0
158

সংবাদদাতা,অন্ডালঃ বৃহস্পতিবার খান্দরায় আবক্ষ মূর্তির উন্মোচন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছিল অংকন প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষার শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ( বাঁকুড়া ) এর প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ জী মহারাজ। ছিলেন রাণীগঞ্জ ও পাণ্ডবেশ্বর এর দুই বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্রনাথ চক্রবর্তী, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখরা পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা সহ অন্যরা।‌ খান্দরা বাস স্ট্যান্ড সংলগ্ন কালী মন্দিরের পাশে এদিন বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানটি হয় খান্দরা “বিবেকানন্দ অনুগামী সমিতি”-র উদ্যোগে। সেখানে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তির স্থাপন করা হয়। একই দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পাণ্ডবেশ্বর থানার পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে এক সচেতনতা অভিযান করা হয়। থানা থেকে এর সূচনা হয়ে শেষ হয় ফুলবাগান মোড়ে। উপস্থিত ছিলেন থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই সহ অন্যান্য আধিকারিক,পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা।

LEAVE A REPLY