নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মৃতের নাম রাজগুরু চ্যাটার্জী(১৪)।বর্ধমান শহরের নাড়ীকলোনী অরবিন্দপল্লীর বাসিন্দা রাজগুরু চ্যাটার্জি। বর্ধমান টাউন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। মৃতের বাবা জয়ন্ত চ্যাটার্জি জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পর খাওয়া দাওয়া সেরে বাড়িতেই ছিল রাজগুরু। সেসময় এক বন্ধু খেলতে যাবার জন্য ডাকলে তার সাথেই বেড়িয়ে যায় রাজগুরু। সন্ধ্যায় টিউশুনি যাবার জন্য বাড়িতে না ফেরায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন। এক পরিচিত মারফত জানতে পারে তার ছেলে রেলে কাটা পরেছে। জানা যায়, বিকালে কালনাগেট বাঁকা ব্রিজের কাছে খেলতে যায় রাজগুরু। খেলার সময় একটি ঘুড়িকে উড়ে আসতে দেখে ঘুড়ি টিকে ধরতে গিয়ে রেললাইনের উপর চলে আসে সে। সেসময় দুরন্তগতিতে আসা একটি ট্রেন ধাক্কা তাকে মারে।দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজগুরুর।পরে জিআরপি তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকলেজের পুলিশমর্গে পাঠায়। পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে শোকাহত সকলে।