সংবাদদাতা, অন্ডালঃ উখরা ফুটবল মাঠে গেমস এন্ড কালচার পরিচালিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে উঠলো বর্ধমানের শিবাজী সংঘ ক্লাব। বুধবার এ গ্রুপের সেমিফাইনাল খেলাটি হয় বর্ধমানের শিবাজী সংঘ ক্লাব ও আসানসোলের ইস্টার্ন রেলওয়ে দলের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারের ছ’ উইকেট হারিয়ে ১৭৬ রান করে শিবাজী সংঘ ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের শেষ হয়ে যায় ইস্টার্ণ রেলের ইনিংস। ৩১ রানের জিতে ফাইনালে পৌঁছে গেল শিবাজী ক্লাব। বিজয়ী দলের অরুণ চোপড়া ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। বৃহস্পতিবার থেকে শুরু হবে বি গ্রুপের খেলা গুলি।