তপন কান্দু খুনের মামলা পারিবারিক বিবাদকেই দায়ী করল সিবিআই, ফাইনাল চার্জশিটের অপেক্ষায় কংগ্রেস

0
251

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুন: তপন কান্দু খুনের মামলা পারিবারিক বিবাদকেই দায়ী করল সিবিআই। একইসঙ্গে তপন কান্দু খুনের মামলা আদালত বদল হল। যদিও সিবিআই তাদের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আদালতে সময় নেয়। এখনও অবশ্য সিবিআইয়ের উপর ভরসা রাখছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো সিবিআইয়ের তদন্তের গতিবিধির উপর নজর রাখছেন বলে জানান। তিনি বলেন, “আমরা সিবিআইয়ের তদন্তের বিষয়ে হাই কোর্টের উপর ভরসা করে রয়েছি। যেহেতু হাই কোর্টের তত্বাবধানে এই তদন্ত ভার পায় সিবিআই। তবুও সিবিআই ফাইনাল চার্জশিট দেওয়ার পরও তদন্তে খামতি দেখলে আমরা হাইকোর্টে জানাবো।”
এদিকে পুরুলিয়া জেলা আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা আদালতের মুখ্য বিচারকের আদালতে বদল করা হল। গত ১৩ তারিখ এই মামলার প্রথম চার্জশীট জমা করে সিবিআই। চার্জশিটে মূলত পারিবারিক বিবাদকেই দায়ী করা হয়েছে। যা আগেই জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন। চার্জশিটে গ্রেফতার হওয়া ৫ জন অভিযুক্তকেই এই খুনের ঘটনার ষড়যন্ত্র করার কথা বলা হয়েছে। অভিযুক্তদের হাতে চার্জশিটের কপি তুলে দেওয়া হয়। তবে মূল অভিযুক্ত ২ শুটারকে এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই। আদালতের কাছে তাদের গ্রেফতার করে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ই মার্চ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন । গত ৪ এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ৬ তারিখ নিজেদের হাতে মামলা নেয় সিবিআই। সিটের হাতে গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। তারপর মাত্র ১জন (সত্যবান প্রামানিককে) গ্রেফতার করে। কিন্তু মুল শুটার যাদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ রয়েছে সেই ২ শুটারকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। এই খুন যে পারিবারিক বিবাদের জন্যই ঘটেছে তা উল্লেখ রয়েছে।

LEAVE A REPLY