পড়া না করায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক প্রহার গৃহশিক্ষিকার

0
28

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ পড়া না করার অপরাধে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক মারল গৃহশিক্ষিকা। ঘটনাটি কোক-ওভেন থানা এলাকার।  মারের চোটে ছাত্রীর হাতে ও পায়ে রক্ত বেরিয়ে ক্ষত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর আতঙ্কে আছে ওই ছাত্রী। সে আর ওই শিক্ষিকার কাছে পড়তে যাবে না বলছে। হাসপাতালে ছাত্রীর চিকিৎসা করানো হয়েছে। পরিবারের তরফে কোক-ওভেন থানায় শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটির পরিবারের লোকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY