নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া সদর থানার এলাকায় আবার মন্দির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটলো। বাঁকুড়া শহরের ১৩ নম্বর পৌরওয়ার্ডে লোকপুর মহাশ্মশানে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো। আজ সকালে এলাকার বাসিন্দারা ঘটনাটা প্রথমে চাক্ষুষ করেন। স্থানীয়রা লোকপুর মহাশ্মশান চত্বরে এসে দেখেন কালী মন্দিরের গেটের তালাভাঙ্গা, গেট সম্পূর্ণভাবে খোলা অবস্থায় রয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কয়েকদিন আগেই পাশেই একটি বজরংবলীর মন্দিরের চুরির ঘটনা ঘটেছিল সেই রেস কাটতে না কাটতেই একই জায়গায় আবারো চুরির ঘটনা গঠলো।বারবার শহরের বুকে চুরির ঘটনা ঘটলেও রাতের অন্ধকারে পুলিশি নজরদারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। গতরাতে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এছাড়াও কালী মন্দিরের ভিতরে মা কালীর সোনার জীব,টিকলি,পেতলের বাসনপত্র, মন্দির চত্বরে রাখা একটি টুলু পাম্প সহ বেশ কিছু যন্ত্রপাতি চুরি গেছে মন্দির থেকে। এলাকাবাসীর দাবি, লোকপুর এলাকায় এর আগেও একবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তারপর আবারও চুরির ঘটনা ঘটলো। দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বার করা সেই সঙ্গে মন্দির চত্বরে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থার জোরালো দাবি তুলেছেন লোকপুর শ্মশান কমিটির সদস্যরা।